ঢাকা, বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০১৮ ১০:৫৯

বানরের অত্যাচারে অতিষ্ঠ তাজমহলে আসা পর্যটকরা

ভোরের বাংলা ডেস্ক
বানরের অত্যাচারে অতিষ্ঠ তাজমহলে আসা পর্যটকরা

ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত মোঘল সম্রাট শাহজানের অমর কীর্তি তাজমহল। বিশ্বের সপ্তমাশ্চর্যের মধ্যে অন্যতম এ নিদর্শন দেখতে প্রতিবছর কয়েক কোটি দেশি বিদেশি পর্যটক সেখানে হাজির হয়। তবে বর্তমানে বেশ বিরক্ত তাজমহলে আসা পর্যটকরা।

সেখানে বানরের উপদ্রব সীমাহীন আকার ধারণ করেছে। কখনও জিনিস চুরি করে পালাচ্ছে, কখনও বা দাঁত মুখ খিচিয়ে মারতে আসছে৷ বানরের অত্যাচারে অতিষ্ঠ সেখানে আসা পর্যটকরা। তবে এ বিষয়ে বরাবরই নিরব সেখানকার প্রশাসন। এই সমস্যা নিয়ে একে অপরকে দুষছেন তারা।

আর প্রশাসনের নিরব ভূমিকায় সাহস বেড়েছে বানরের। যা খুশি তাই করে বেড়ায় তারা৷ আটকানোর কেউ নেই৷ আর বানরের এমন অত্যাচারে তাজমহলে আসা পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আর আগ্রা ট্যুরিষ্ট ওয়েলফেয়ার চেম্বারের সভাপতি প্রহ্লাদ আগরওয়াল ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, বানরেরা তাজের অন্দরে পর্যন্ত ঢুকে পড়ে৷ কিন্তু ওদের আটকাতে কোনও ব্যবস্থাই নেওয়া হয় না৷ তাই এত ভয়হীনভাবে নিশ্চিতে ঘোরাফেরা করতে পারে৷ আর পর্যটকরা ওদের হামলার শিকার হয়৷

ট্যুরিজম গিল্ডের চেয়ারম্যান অরুণ দং জানান, তাজের নিরাপত্তা, রক্ষণাবেক্ষণের দায়িত্বে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, রাজ্য সরকার, আগ্রার প্রশাসন ও সেন্ট্রাল ইন্ডাষ্ট্রি সিকিউরিটি ফোর্স৷ তাদের ব্যর্থতার জেরে তাজের এই অবস্থা৷ আশঙ্কা প্রকাশ করে জানান, বানরের আক্রমণের খবর ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে পৌঁছলে বিদেশি পর্যটকদের সংখ্যা কমে যাবে৷

উপরে