ঢাকা, বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০১৮ ১১:৩৩

কলকাতার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভোরের বাংলা ডেস্ক
কলকাতার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

কলকাতার একটি মার্কেটে ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার মধ্যরাতে শহরের বাগরি মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভানোর কাজ করছে দমকলবাহিনীর ৩০টিরও বেশি ইউনিট। মার্কেটে দাহ্যবস্তু মজুত থাকার ফলে আগুন ভয়াবহ আকার ধারণ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুনের জেরে ভেঙে পড়তে থাকে বাড়ির একাধিক কাচ। মাঝে মাঝে মার্কেটের ভিতর থেকে বিকট শব্দও শোনা যাচ্ছে।

আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। এছাড়া কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মেয়র জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরই আগুন লাগার প্রকৃত কারণ জানা সম্ভব। এবিষয়ে তদন্ত শুরু হবে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শর্টশার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড।

উপরে