আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০১৮ ১৩:০৭
ইরানে সামরিক মহড়ায় হামলায় বহু হতাহতের শঙ্কা
ভোরের বাংলা ডেস্ক
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি সামরিক মহড়ায় অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এতে বহু মানুষের হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, শনিবার সকালে আহভাজ শহরে সামরিক মহড়ায় হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা। তবে ওই হামলায় কতজন হতাহত হয়েছে তা এখনও নিশ্চিত নয়।
সেনা সদস্যরা সামরিক মহড়া শুরু করার পর পরই পেছন থেকে বেশ কয়েকজন বন্দুকধারী তাদের গুলি করে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে।
