ঢাকা, বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০১৮ ১১:৩৪

বিকৃত কামের ইন্ধন জোগায় এমন সাইট দেখা যাবে না নেপালে

ভোরের বাংলা ডেস্ক
বিকৃত কামের ইন্ধন জোগায় এমন সাইট দেখা যাবে না নেপালে

দেশে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় সব ধরনের পর্ন সাইটের (বিকৃত কামের ইন্ধন জোগায় এমন) ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নেপাল। দেশটির সরকারের তরফ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, যৌন হিংসা ও বিকৃত কামে ইন্ধন জোগায়, এমন কোনো সাইট আর দেখা যাবে না। একই সঙ্গে এসব সাইট ‘ব্যান’ (বন্ধ) করতে সংশ্লিষ্টকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

 

এমনকি সোশ্যাল মিডিয়াসহ অন্যান্য মাধ্যমকে ব্যবহার করে অশ্লীল ছবি যাতে না ছড়িয়ে পড়ে তা দেখতে টেলিকমিউনিকেশনস নিয়ন্ত্রণক সংস্থাকে নির্দেশ দিয়েছে নেপাল সরকার।

দেশটির সংবিধান অনুযায়ী যৌনমিলন বা কুরুচিকর কোনো ছবি তৈরি করা কিংবা প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ। অন্যদিকে সম্প্রতি নেপালে ধর্ষণ এবং খুনের ঘটনা বেশ বৃদ্ধি পেয়েছে। এসব ঘটনা রুখতেই নেপাল সরকার এবার এ সিদ্ধান্ত নিয়েছে।

উপরে