ঢাকা, বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০১৮ ১২:৩৭

মাদাগাস্কারে মার্কিন কূটনীতিকের মরদেহ উদ্ধার

ভোরের বাংলা ডেস্ক
মাদাগাস্কারে মার্কিন কূটনীতিকের মরদেহ উদ্ধার

দক্ষিণ-পূর্ব আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারে এক মার্কিন কূটনীতিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দেশটির আন্টানানারিভোতে নিজ বাড়িতে মৃত অবস্থায় তাকে পাওয়া যায় বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিথার নওরিট এক বিবৃতিতে বলেন, ‘আমরা তার পরিবার এবং মাদাগাস্কারে মার্কিন দূতাবাসের সবাইকে গভীর সমবেদনা জানাচ্ছি।’

এছাড়াও ওই বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে এবং মাদাগাস্কার কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে মৃত্যুর ঘটনা তদন্ত করছে যুক্তরাষ্ট্র।

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে মাদাগাস্কার পুলিশের এক মূখপাত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ওই বাড়ির প্রাচীর দিয়ে পালানোর সময় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

উপরে