ঢাকা, বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০১৮ ১৪:৪৭

মার্কিন চাপে ইরানের তেল ক্রয় বন্ধ করছে ভারত

ভোরের বাংলা ডেস্ক
মার্কিন চাপে ইরানের তেল ক্রয় বন্ধ করছে ভারত

মার্কিন চাপের কাছে মাথা নত করে ইরান থেকে তেল আমদানিতে রাশ টানছে ভারত। আগামী নভেম্বরে সে দেশ থেকে তেল আমদানি না করার কথা ভাবছে ভারতের তেল কোম্পানিগুলো। যার জেরে ইরান তার অন্যতম গুরুত্বপূর্ণ এক ক্রেতাকে হারাতে চলেছে।

নভেম্বরে তেল লোডিঙের জন্য কোনও ইরানি কার্গোকে বরাত দেয়নি ইন্ডিয়ান অয়েল এবং ভারত পেট্রোলিয়াম। নায়ারা এনার্জিও ইরান থেকে তেল কেনার কথা ভাবছে না বলে সংস্থার এক আধিকারিক জানিয়েছেন। নভেম্বরে ইরান থেকে তেল কেনার বিষয়ে এখনও কোনও মনোনয়নের আবেদন করেনি ম্যাঙ্গালোর রিফাইনারি। তারাও একই পথে যেতে পারে বলে মনে করা হচ্ছে। খবর ভারতের টাইমস অব ইন্ডিয়ার বাংলা দৈনিক এই সময়ের।

তবে নভেম্বরের জন্য ইরানের থেকে তেল কেনা হবে কি-না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রিফাইনারিগুলির হাতে এখনও বেশ কিছুটা সময় আছে। অক্টোবরের প্রথম দিক পর্যন্ত তারা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। তখন প্রয়োজন মনে করলে মত বদলের সুযোগ পাবে তারা।

ইরান থেকে তেল রফতানি কমায় ব্রেন্ট ক্রডের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মঙ্গলবার বিশ্ব বাজারে এক ব্যারেল অপরিশোধিত তেলের দাম ছিল ৮২.৫৫ মার্কিন ডলার, যা গত ৪ বছরের মধ্যে সর্বোচ্চ। তেলের জোগান না বাড়লে এই দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উপরে