ঢাকা, বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১৩ অক্টোবর, ২০১৮ ১৮:২৫

কে এই ফজলে রাব্বি?

ভোরের বাংলা ডেস্ক
কে এই ফজলে রাব্বি?

ঘরোয়া লিগে পরিচিত মুখ হলেও জাতীয় দলে ডাক পেলেন প্রথম বারের মত। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের ১৫ জনের দলে রয়েছেন ফজলে রাবিব। ঘরোয়া লিগে ১৪ বছর খেলার অভিজ্ঞতা তাঁর। তবে ৩০ বছর বয়সে দলে ডাক পাওয়ায় অবাক হয়েছেন অনেকে। ফজলে রাব্বিও ডাক পেয়ে একটু বিস্মিত হয়েছেন। তবে আগে থেকেই তিনি জানতেন, দলে ডাক পাক না পাক তাকে নিয়ে বিসিবিতে একটা আলোচনা আছে।

ঘরোয়া লিগে খেলে নিজের অভিজ্ঞতাকে পরিব্যাপ্ত করেছেন দীর্ঘদিন। ভালো-মন্দ দুইয়েরই অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০০৪ সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক তার। এক পর্যায়ে ব্যর্থতার হতাশায় ক্রিকেট থেকেই অবসর নেয়ার কথা ভেবেছিলেন। তবে ক্রিকেট তাঁকে ছাড়েনি। পরে পরিশ্রম করেছেন ভালোভাবেই। খেটেছেন নিজের ভুল-ত্রুটি শোধরানোর তাগিদে।

অবশেষে অপেক্ষার ফল পেলেন ফজলে রাব্বি। ক্রিকেট না ছাড়ায় জাতীয় দলে জায়গা পাওয়ার সেই স্বপ্ন পূরণ হয়েছে বলে মনে করেন রাব্বি, 'আমি অবশ্যই ভাগ্যবান যে, আমার অপেক্ষা শেষ হয়েছে। অথবা আপনি বলতে পারেন আমার ক্যারিয়ারের নতুন যাত্রাটা শুরু হয়েছে।' ফজলে রাব্বির অবশ্য জাতীয় দলে সুযোগ মিলেছে সাকিবের অনুপস্থিতিতে। তবে ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি আয়ার‌ল্যান্ডে 'এ' দলের সফরে ভালো করাই তার দলে ডাক পাওয়ার বড় কারণ।

নিয়মিতই পারফর্ম করছেন ফজলে রাব্বি। আয়ারল্যান্ডে তিন ম্যাচে ব্যাট করে তিনি ১৩৬ রান করেছেন। ম্যাচ প্রতি গড়ে রান তোলেন ৪৫.৩৩ করে। এছাড়া বাঁ-হাতি স্পিনে চার উইকেট নেন তিনি। সাকিবের জায়গা পূরণে তার বাঁ-হাতি স্পিন এবং ব্যাটিং কার্যকরী হবে ভেবেই দলে নির্বাচকরা দলে ডেকেছে তাকে

উপরে