ঢাকা, বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১৪ অক্টোবর, ২০১৮ ১৭:১৭

ভারতে বিচারকের স্ত্রী ও পুত্রকে গুলি

অনলাইন ডেস্ক
ভারতে বিচারকের স্ত্রী ও পুত্রকে গুলি

ভারতে কৃষাণ কান্ত শর্মা নামের এক বিচারকের স্ত্রী ও তাদের সন্তানকে গুলি করে হত্যার চেষ্টা করেছে তাদের নিরাপত্তায় থাকা এক কর্মকর্তা।

শনিবার বিকালে হরিয়ানার গুরগাঁ এলাকার ব্যস্ততম এক মার্কেটের সামনেই এ ঘটনা ঘটে।

ওই ঘটনায় আহত ঋতু (৩৮), তার ছেলে ধ্রুবকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঋতুর অবস্থা বিপদমুক্ত হলেও ধ্রুবর অবস্থা অশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুর সাড়ে তিনটার দিকে আর্কেডিয়া মার্কেটের সামনে তাদের গানম্যান মহিপাল গুলি ছুড়েন। প্রথমে গুলি করা হয় ঋতুকে পরে। পরে তার সন্তানকে।

গুলি করার পর মহিপাল ধ্রুবকে গাড়িতে তুলে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হোন। পরে রাস্তার মাঝে ফেলে গাড়ি নিয়ে পালিয়ে যায় মহিপাল।

গানম্যান মহিপাল ওই বিচারকের সঙ্গে প্রায় দেড় বছর ধরে কাজ করছিল। তবে গুলি করার পর নিজ থেকেই বিচারকে ফোন করে বলে, আপনার স্ত্রী ও সন্তানকে গুলি করেছি।

ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ মহিপালকে আটক করে।

 
উপরে