ঢাকা, বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২ নভেম্বর, ২০১৮ ১২:০৯

চালক ও যাত্রীর বাকবিতণ্ডায় নদীতে পড়ল বাস, নিহত ১৩

ভোরের বাংলা ডেস্ক
চালক ও যাত্রীর বাকবিতণ্ডায় নদীতে পড়ল বাস, নিহত ১৩

চীনে চালকের সাথে যাত্রীর বাকবিতণ্ডা ও মারামারির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুর্ঘটনায় ১৩ জন মারা গেছে বলে জানা গেছে। দেশটির চাওচিনিং শহরে এ দুর্ঘটনা ঘটে।

চীনের গণমাধ্যম চায়না ডেইলি’র এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

প্রাথমিক অবস্থায় ফুটেজ দেখে নিশ্চিত হওয়া গেছে একটি প্রাইভেট কারের সাথে ধাক্কা লেগে বাসটি সেতু থেকে ১৬৪ ফিট নিচের নদীতে পড়ে যায়।

ফুটেজে দেখা যায়, বাসটি আরেকটি বাসের সাথে ধাক্কা এড়াতেই নদীতে পড়ে যায় বলে ধারণা করা  হয়েছে। কিন্তু পরে বাসটির ভেতরের একটি নিরাপত্তা ফুটেজ উদ্ধার করা হয়। এতে দেখা যায়, দুর্ঘটনার ঠিক আগে বাসটির চালক এক যাত্রীর সাথে মারামারি করছেন। এক পর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, এই সংঘর্ষই এই দুর্ঘটনার কারণ বলে তারা তদন্তে পেয়েছে।

 

জানা যায়, লিউ নামের ৪৮ বছর বয়সী এক যাত্রীকে তার গন্তব্যস্থলে নামাতে ব্যর্থ হন চালক। এতে লিউ খুব ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং রেন নামের চালককে আক্রমণ করে বসেন। এর পরিপ্রেক্ষিতে চালকও ওই যাত্রীকে পাল্টা আক্রমণ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা বাসটিকে উল্টো পথ দিয়ে চালিয়ে আসতে দেখেছে। পরে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেলে বিপুল পরিমাণে একটি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

এখনও বাসের ২ জন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

উপরে