ঢাকা, বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২৫ নভেম্বর, ২০১৮ ১০:১৮

ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেই রাম মূর্তি নির্মাণের ঘোষণা যোগীর

ভোরের বাংলা ডেস্ক
ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেই রাম মূর্তি নির্মাণের ঘোষণা যোগীর

অযোধ্যায় বাবরি মসজিদের স্থানে ২২১ মিটারের বিশাল রাম মূর্তি নির্মাণের ঘোষণা দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এমন সময়ে আদিত্যনাথ এমন ঘোষণা দিলেন যখন দুই কট্টরপন্থি হিন্দু সংগঠনগুলো অযোধ্যায় বিশাল সমাবেশের ডাক দিয়েছেন। এতদিন দেশটির কট্টর হিন্দুত্ববাদী দল আরএসএস ও বিশ্ব হিন্দু পরিষদ। তারা অতিদ্রুত রাম মন্দির নির্মাণের দাবি করেছেন। আর মূলত এই দাবির পক্ষে জোরালো ভূমিকা পালন করছেন যোগী আদিত্যনাথ।

সরকারি টুইটার অ্যাকাউন্ট থেকে বিশ্বের সব থেকে উঁচু রাম মন্দির নির্মাণের ঘোষণা দেন উত্তর প্রদেশের মূখ্যমন্ত্রী। সেখানে জানানো হয়, রাম মূর্তির উচ্চতা হবে ১৫১ মিটার। মূর্তিটি যে ভিতের উপর দাঁড়িয়ে থাকবে সেটি ৫০ মিটার উঁচু হবে।

যোগীর তথ্য সম্প্রচারক দপ্তারের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘মূর্তি ও ভিতের উচ্চতা হবে যথাক্রমে ১৫১ ও ৫০ মিটার। রাম মূর্তির মাথায় থাকবে একটি ছাতা। সেটির উচ্চতা হবে আরও ২০ মিটার মতো। সব মিলিয়ে মূর্তির উচ্চতা হতে পারে ২২১ মিটার। যা কিনা বিশ্বের সব থেকে উঁচু মূর্তি হিসাবে আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে থাকবে।’

মূর্তিটি মূলত তৈরি হবে ব্রোঞ্জ দিয়ে। রাম মূর্তির আশেপাশে গেস্ট হাউস, মাঠ, রাম কুঠি ও গুরুকূল করার পরিকল্পনা রয়েছে যোগীর। আদিত্যনাথ এর আগেও অযোধ্যায় রামের জন্মস্থানে তার মূর্তি প্রতিষ্ঠার অঙ্গীকার করেছিলেন।

এছাড়া রাম মন্দির নির্মাণের দাবিতে রবিবার বিশাল সমাবেশের ডাক দিয়েছে আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদ। কয়েক লাখ লোক জড়ো করার আশা তাদের। এরই মধ্যে রাজ্যটিতে লক্ষাধিক নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করছে। এছাড়া যাতে তারা সমাবেশ করতে না পারে এজন্য ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে পুলিশ।

এই মুহূর্তে ঠিক যুদ্ধকালীন পরিস্থিতি অযোধ্যায়। রাম মন্দির নির্মাণের দাবিতে বহুদিন আগেই এই কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। এই প্রসঙ্গে একাধিকবার বিজেপিকে আক্রমণও করেছেন তিনি। অযোধ্যায় ওই বিশাল জমায়েতের ফলে বহু মুসিলম শহর ছেড়েছেন বলে জানিয়েছে ভারতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম।

উপরে