ঢাকা, বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২৮ নভেম্বর, ২০১৮ ১০:৩৪

বায়ুদূষণ: পশ্চিমবঙ্গকে জরিমানা ৫ কোটি

ভোরের বাংলা ডেস্ক
বায়ুদূষণ: পশ্চিমবঙ্গকে জরিমানা ৫ কোটি

বায়ুদূষণের বিরুদ্ধে জোর পদক্ষেপ নিয়েছে প্রতিবেশি দেশ ভারত। দিল্লিতে বায়ুদূষণ মোকাবেলায় ব্যর্থ হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এছাড়া কলকাতা ও হাওড়ার বায়ুদূষণ মোকাবেলায় ব্যর্থ হওয়ায় পশ্চিমবঙ্গ রাজ্যকে পাঁচ কোটি টাকা জরিমানা করেছে সর্বোচ্চ আদালত।  অনাদায়ে প্রতি মাসে অতিরিক্ত ১ কোটি টাকা জরিমানা দিতে হবে।

এছাড়া কলকাতা এবং হাওড়ার বায়ুদূষণ নিয়ে এখনও পর্যন্ত কী ব্যবস্থা নেওয়া হয়েছে ২০১৯ সালের ৮ জানুয়ারির মধ্যে রাজ্যের মুখ্যসচিবকে তা হলফনামা আকারে দাখিল করার নির্দেশ দিয়েছে আদালত। খবর টাইমস অব ইন্ডিয়ার।

কলকাতা ও হাওড়ার বায়ুদূষণ নিয়ে ২০১৬ সালে জাতীয় পরিবেশ আদালতে মামলা দায়ের করেছিলেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। সেই মামলাতে ওই বছরের অাগস্টে বায়ুদূষণ রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় আদালত।  সুভাষ দত্তের অভিযোগ, ‘আদালতের আদেশের পরও কার্যত কোনও ব্যবস্থা নেয়া হয়নি।’

অপরদিকে দিল্লির বায়ুদূষণ সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পৃথক অ্যাকাউন্ট খোলার নির্দেশ দেয় আদালত। সম্প্রতি সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে জানানো হয়, অ্যাকাউন্টে ১ থেকে ২২ নভেম্বর পর্যন্ত ৭৪৯টি অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে প্রায় ৫০০টি অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই পরিপ্রেক্ষিতেই সোমবার বাকি আড়াইশোটি অভিযোগের ক্ষেত্রে কর্তব্য পালন করতে ব্যর্থ হওয়ায় সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি মদন বি লোকুর এবং দীপক গুপ্তার বেঞ্চ।

শহরের দূষণের অন্যতম উৎস পরিবহণ ক্ষেত্র। নির্মাণকাজ, শুকনো পাতা জ্বালানো, হট মিক্স প্লান্টের ব্যবহারসহ আরও বেশ কিছু উৎসও বায়ুদূষণের জন্য দায়ী। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে অবশ্য এই উৎসগুলিকে চিহ্নিত করার একটি উদ্যোগ নেওয়া হয়েছে।

উপরে