ঢাকা, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ৮ ডিসেম্বর, ২০১৮ ১৮:২০

এমিরেটসের হিরা খচিত বিমান?

ভোরের বাংলা ডেস্ক
এমিরেটসের হিরা খচিত বিমান?

হিরা খচিত বিমানের কথা শুনেছেন কখনও? সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইনসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের  একটি পোস্ট উসকে দিল সেই জল্পনা।

তাদের পোস্ট করা সেই ছবিতে দেখা যাচ্ছে টারম্যাকে দাঁড়িয়ে আছে একটি বিমান। যার উপরিভাগ হিরা ও অন্যান্য রত্ন দিয়ে সজ্জিত। সেই ছবিই এখন ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল।

এমিরেটস এয়ারলাইন রত্নখচিত বোয়িং ৭৭৭ বিমানটিকে ‘ব্লিং ৭৭৭’ বলে উল্লেখ করেছে। সাধারণ মানুষ যারা প্রথমবার এই বিমানের ছবিটি দেখেছেন তারা সবাই কমেন্টে বিস্ময় প্রকাশ করেছেন

বিমানটি সত্যি সত্যিই হিরা শোভিত নয়। এটি আসলে সম্পাদিত একটি ছবি। সারা শাকিল নামে পাকিস্তানের একজন শিল্পী এটি পোস্ট করেছিলেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।  ৫৬ হাজারের বেশি মানুষ লাইক করেছে এটি।

শাকিলের অ্যাকাউন্ট থেকে ছবিটি নিয়ে নিজেদের অফিসিয়াল অ্যাকাউন্টে পোস্ট করেছে এমিরেটস। শুধু তাই নয়। ছবির পুরস্কার স্বরূপ পাকিস্তান থেকে মিলান অবধি সারা শাকিলকে বিনামূল্যে বিমানযাত্রার ব্যবস্থা করে দিয়েছে ওই বিমান সংস্থা।

উপরে