আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৮ ১৭:০০
ইন্দোনেশিয়ায় সুনামিতে নিহত ১৬৮
ভোরের বাংলা ডেস্ক
ইন্দোনেশিয়ার লামপাং প্রদেশের উপকূল এলাকায় ভয়াবহ সুনামিতে অন্তত ১৬৮ জন নিহত এবং সাত শতাধিক আহত হয়েছেন। আহত ও নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে ইন্দোনেশিয়ার দুর্যোগ মোকাবেলা সংস্থা। সংশ্লিষ্ট এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। খবর আল জাজিরার।
শনিবার স্থানীয় সময় রাত সাড়ে নয়টা নাগাদ সুনামি আছড়ে পরে ইন্দোনেশিয়ার সুন্দা স্ট্রেইটের সৈকতগুলিতে। ইন্দোনেশিয়ান আবহাওয়াবিজ্ঞান, ক্লিম্যাটোলজি এবং জিওফিজিক্যাল এজেন্সি (বিএমকেজি) বলছে, এ সুনামি কোনো ভূমিকম্পের কারণে সৃষ্টি হয়নি। সম্ভবত লামপাংয়ের মাউন্ট ক্রাকাতোয়া দ্বীপের আগ্নেয়গিরি প্রভাব থেকে এর উৎপত্তি হয়েছে। সুনামির পর এখনো অনেকের খোঁজ পাওয়া যায়নি। নিহত ও আহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বহু বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বড়দিনের আগে এই রকম প্রাকৃতিক দুর্যোগে কার্যত হাহাকার পড়ে গিয়েছে ইন্দোনেশিয়ায়।
এর আগে গত সেপ্টেম্বর মাসে ইন্দোনেশিয়ার পালু শহরের বালারোয়া ও পেতোবো এলাকার ভূমিকম্প ও সুনামিতে মাটি তরল হয়ে হাজারো মানুষ নিখোঁজ হয়েছেন। মৃত্যু হয় প্রায় দেড় হাজার মানুষের। আগস্টের ৫ তারিখে ভয়াবহ ভূমিকম্পে নিহত হয় প্রায় ৪৬০ জন।
২০০৪ সালের ২৬ ডিসেম্বর ভয়াবহ সুনামির সাক্ষী ছিলো বিশ্ব। সেই সুনামিতে প্রাণ হারিয়েছিলেন ১৩ টি দেশের মোট ২ লক্ষ ২৬ হাজার মানুষ। ইন্দোনেশিয়াতেই মৃতের সংখ্যা ছিল ১ লক্ষ ২০ হাজারেরও বেশি। ১৪ বছর পর আবারও ক্রিসমাসের সময় সেই সুনামির তাণ্ডবলীলার সাক্ষী হল ইন্দোনেশিয়া।
