যুক্তরাজ্যে বন্ধ ইউনূসের গ্রামীণ ফাউন্ডেশন
যুক্তরাজ্যে গ্রামীণ ফাউন্ডেশন স্কটল্যান্ড নামে একটি প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই প্রতিষ্ঠানের পরিচালকদের একজন। দেশটির অনগ্রসর ব্যক্তিদের ক্ষুদ্র ঋণ দিতো এই গ্রামীণ ফাউন্ডেশন স্কটল্যান্ড।
বাংলাদেশের নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইইনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের পদ্ধতি অনুসরণ করে ২০১২ সালে এই প্রতিষ্ঠানটি স্থাপিত হয়েছিল। যেটি যুক্তরাজ্যের গ্রামীণ হিসাবে বিবেচিত হয়ে আসছিল। এই প্রতিষ্ঠানটি সেসব মানুষদের ঋণ দিতো, যাদের প্রধান অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলো থেকে ঋণ দেয়া হতো না।
প্রতিষ্ঠানটির লক্ষ্য ছিল, যুক্তরাজ্যে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা। প্রাথমিকভাবে যা পশ্চিম স্কটল্যান্ড থেকে শুরু করা হয়। ২০১২ সালে কর্মকাণ্ড শুরু করার পর এটি এক হাজার মানুষকে ঋণ দেয়। তাদের মধ্য থেকে অনেক ঋণ গ্রহীতা ঋণ পরিশোধ না করায় প্রতিষ্ঠানটি সংকটের মধ্যে পড়ে।
প্রতিষ্ঠানটির সম্পত্তি ও দেনা ব্যবস্থাপনার দায়িত্ব নেয়া ডানকান এলএলপির কর্মকর্তা, ব্রায়ান মিলনে বলেছেন, প্রতিষ্ঠানের সব কার্যক্রম এখন বন্ধ হয়ে গেছে। গ্রামীণ স্কটল্যান্ড ফাউন্ডেশন এখন আর তাদের ব্যবসা চালাতে পারবে না। কারণ তাদের ঋণের পরিমাণ অপূরণীয় পর্যায়ে পৌঁছে গেছে।’
ঋণ গ্রহীতাদের কাছে প্রতিষ্ঠানটির প্রায় তিন লাখ পাউন্ডের (বাংলাদেশি টাকায় প্রায় সোয়া তিন কোটি টাকা) ঋণ রয়েছে বলে জানান ব্রায়ান মিলনে। প্রতিষ্ঠানটি দেউলিয়া হয়ে পড়ায় তাই ব্যবসা গুটিয়ে ফেলার আবেদন করেছেন এটির পরিচালকরা। সূত্র: বিবিসি
