৫০০ কেজির আঁতশবাজিতে প্রথম বর্ষবরণ অকল্যান্ডে
নতুন বছর ২০১৯ সালকে সবার আগে স্বাগত জানালো নিউজিল্যান্ডের অকল্যান্ডের বাসিন্দারা। ৫০০ কেজির আঁতশবাজি পুড়িয়ে নতুন বছরকে প্রথম স্বাগত জানালো অকল্যান্ড।
দেশটির ইংরেজি দৈনিক নিউজিল্যান্ড হেরাল্ড বলছে, অকল্যান্ড হারবার ব্রিজ ও স্কাই টাওয়ারে বর্ণাঢ্য আলোকসজ্জায় ২০১৯ সালকে স্বাগত জানিয়েছে কিউইরা। আর এর মধ্য দিয়ে বিশ্বে সবার প্রথমে বর্ষবরণ করল তারা।
নতুন বছরকে বরণ করে নিতে প্রায় ৬ মাস আগে থেকেই এ উৎসবের প্রস্তুতি নিয়েছিল অকল্যান্ড শহর কর্তৃপক্ষ। স্কাই টাওয়ারে ৫ মিনিটের আলোকসজ্জায় ব্যয় করেছে কয়েক কোটি টাকা।
অকল্যান্ডবাসীকে ৫ মিনিটের আনন্দ দিতে মাসের পর মাস ঘাম ঝড়িয়েছে কয়েকশ শ্রমিক। ৩১ ডিসেম্বর রাতে সেই পরিশ্রমের সুফল মিলল। স্কাই টাওয়ার থেকে যে আলোক বিচ্ছুরণ তা ৩৬০ ডিগ্রিতে উপভোগ করলেন স্থানীয়রা।
শুধু অকল্যান্ডই নয়; বর্ষবরণের জন্য রিও মাওরিতে বসানো হয়েছিল কাউন্টডাউন ক্লক। সেই ঘড়িতে ঘণ্টা মিনিট আর সেকেন্ডের কাঁটা একসঙ্গে বারোর ঘরে ঢুকতেই বাধ ভাঙা আনন্দে মেতে উঠল সেখানকার মানুষ। সেকেন্ডের ফারাকেই আনন্দমুখর মানুষ হাসি মুখেই বিদায় জানাল পুরাতনকে, একই হাসিতেই আলিঙ্গন করে নিল নতুনকেও।
