ঢাকা, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০১৯ ১৮:৩৩

খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় সব তথ্য হাতে পাননি জাতিসংঘ তদন্ত কর্মকর্তা

অনলাইন ডেস্ক
খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় সব তথ্য হাতে পাননি জাতিসংঘ তদন্ত কর্মকর্তা
সাংবাদিক জামাল খাশোগি

সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় যেসব তথ্য চেয়েছিলেন, তার সবটা এখনও হাতে পাননি বলে জানিয়েছেন জাতিসংঘের তদন্তকারী অ্যাজেন্স ক্লামারড।

তুরস্কে সপ্তাহব্যাপী মিশনে থাকা জাতিসংঘের এ বিশেষ দূত বৃহস্পতিবার বলেন, সরকারি মন্ত্রীদের সঙ্গে আঙ্কারা ও ইস্তানবুলে তিনি বৈঠক করেছেন। এ ছাড়া তুরস্কের গোয়েন্দা কর্মকর্তা ও সরকারি কৌঁসুলিদের সঙ্গেও বসেন তিনি।

জাতিসংঘের তদন্ত কর্মকর্তা অ্যাজেন্স ক্লামারড আরো বলেন, এখানে আমাদের মধ্যে খুব ভালো বৈঠক হয়েছে। তবে সব তথ্য হাতে না পাওয়ায় এক ধরনের হতাশা কাজ করছে। এ সম্পর্কিত তথ্য চেয়ে আমরা অনুরোধ করেছি। আমরা আশাবাদী যে কর্তৃপক্ষ তাদের প্রতিশ্রুতি রাখতে পারবেন এবং এ সংক্রান্ত পুলিশি তদন্তের তথ্য আমাদের হস্তান্তর করবেন।

প্রসঙ্গত, গত ২ অক্টোবর তুরস্কের ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে বিয়ের কাগজপত্র আনতে গিয়ে আর ফিরে আসেননি ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগি। 

উপরে