ঢাকা, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ৫ ফেব্রুয়ারি, ২০১৯ ১৯:২৬

আল-কায়েদাকে অস্ত্র সরবরাহ করছে সৌদি আরব

অনলাইন ডেস্ক
আল-কায়েদাকে অস্ত্র সরবরাহ করছে সৌদি আরব
অস্ত্রধারী আল-কায়দা সদস্য। ছবি: সংগৃহীত

ইয়ামেনে সক্রিয় থাকা সন্ত্রাসী সংগঠন আল-কায়েদা ও সালাফিকে অস্ত্রের যোগান দিচ্ছে সৌদি আরব। সোমবার (৪ ফেব্রুয়ারি) মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

সিএনএনের ওই প্রতিবেদনে স্থানীয় কমান্ডারদের বরাত দিয়ে বলা হয়, সন্ত্রাসী সংগঠন আল-কায়দাকে পক্ষে রাখতেই তাদের মার্কিন অস্ত্র সরবরাহ করছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। এর ফলে সৌদি পক্ষের অস্ত্রধারী সন্ত্রাসী সংগঠনটির শক্তি ক্রমশ বেড়েই চলছে। এছাড়াও ইয়ামেনের হুথি বিদ্রোহীরাও ইতিমধ্যে বেশ কিছু মার্কিন অস্ত্র দখল করেছে। আর এই সম্পর্কিত বেশ কিছু সংবেদনশীল তথ্যও পাঠিয়েছে তেহরানের কাছে।

সিএনএনের ওই প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষমতায় আসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি সফরে আসেন। এ সময় সৌদি সরকারের সঙ্গে ১১ হাজার কোটি মার্কিন ডলারের অস্ত্র চুক্তি করেছিলেন তিনি। তবে সম্প্রতি সৌদি আরব সেই চুক্তির বিভিন্ন শর্ত লঙ্ঘন করেছে। এমনকি সৌদি রাজপরিবারের ওপরেও নিয়ন্ত্রণ হারিয়েছে ট্রাম্প

উপরে