ঢাকা, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০১৯ ১৩:৫৪

হজে ভর্তুকি দেবে না পাকিস্তান

অনলাইন ডেস্ক
হজে ভর্তুকি দেবে না পাকিস্তান
 

হজে ভর্তুকি বন্ধ করে দিয়েছে পাকিস্তান সরকার। সম্প্রতি নেয়া এ সিদ্ধান্তে পাকিস্তানি নাগরিকরা প্রতিবাদ জানিয়েছে। ভর্তুকি বন্ধ করার কারণে সরকারি কোষাগারে জমা হবে ৪৫০ কোটি রুপি।

পাকিস্তানি সরকারের বক্তব্য, যাদের সামর্থ্য আছে তারা হজে যাবে, আর যাদের নেই তারা যাবে না। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী পিটিআই নেতা ইমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় সরকারের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে, সভা ছেড়ে বেরিয়ে যান ধর্মমন্ত্রী নুরুল হক কাদরি। সভার পর নির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করে দেন তিনি।

এ বছর পাকিস্তান থেকে হজ করবে ১ লাখ ৮৪ হাজার যার মধ্যে সরকারি কোটায় হজে যাবে ১ লাখ ৭ হাজার। এর আগে নওয়াজ শরীফ নেতৃত্বাধীন সরকার প্রত্যেক হাজীর জন্য খরচ করতো ৪২ হাজার রুপি করে। 

উপরে