আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০১৯ ১৭:৪৮
ভারতে সোয়াইন ফ্লুতে ২২৬ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক
ভারতে সোয়াইন ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২২৬ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের (এনসিডিসি) প্রতিবেদন অনুযায়ী, সোয়াইন ফ্লু ভাইরাসের কারণে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভারতের রাজস্থানে। এই রোগে আক্রান্ত হয়ে এ রাজ্যে এখন পর্যন্ত অন্তত ৮৫ জন মারা গেছেন। এ ছাড়া আরও দুই হাজার ২৬৩ জনের শরীরে এ ভাইরাস পাওয়া গেছে।
এ ভাইরাসে আক্রান্ত হওয়ার দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে গুজরাট। এই রাজ্যে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। আর পাঞ্জাবে মারা গেছেন ৩০ জন।
