ঢাকা, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯ ১৬:৪৫

ইসরাইলের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে কাজ করছি: গুইদো

অনলাইন ডেস্ক
ইসরাইলের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে কাজ করছি: গুইদো
জুয়ান গুইদো। ছবি: সংগৃহীত

ভেনিজুয়েলার স্বঘোষিত নেতা জুয়ান গুইদো বলেছেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করার জন্য তিনি কাজ শুরু করেছেন।

মঙ্গলবার ইসরাইলি গণমাধ্যম দৈনিক হায়োমকে দেয়া এক সাক্ষাতকারে এ কথা বলেন তিনি।

গুইদো বলেন, আমি খুব খুশি যে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করার প্রক্রিয়া চলছে। যথাযথ সময়ে ইসরাইলে ভেনিজুয়েলার দূতাবাস আনুষ্ঠানিকভাবে পুনর্বহাল করা হবে।

গুইদো বলেন, মাদুরোর আগে হুগো শ্যাভেজ গাজায় ২০০৮-০৯ সালের যুদ্ধের সময় ইসরাইলকে ত্যাগ করেছিলেন এবং ফিলিস্তিনিদের পাশাপাশি ইসরাইলের শত্রু ইরানের সঙ্গে সম্পর্ককে আরও জোরদার করেছিলেন।

ওই সাক্ষাৎকারে গুইদো বলেন, এই (ইহুদি) সম্প্রদায় খুব সক্রিয় এবং সমৃদ্ধ, যা আমাদের সমাজে ব্যাপকভাবে অবদান রাখছে।

প্রসঙ্গত ভেনিজুয়েলা এক দশক আগে ফিলিস্তিনি জনগণের পক্ষে সমর্থন জানিয়েছিল।সেই নীতি থেকে সরে আসার ইঙ্গিত দিলেন দেশটির স্বঘোষিত নেতা।

উপরে