ভারত বদলে দিল ‘অভিনন্দন’ শব্দের মানে : মোদি
ডিকশনারির বা অভিধানের শব্দের অর্থ বদলে দেওয়ার শক্তি ভারতের আছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘আগে ইংরেজিতে অভিনন্দনের অর্থ হতো কনগ্রাচ্যুলেশন। এর এখন অভিনন্দনের অর্থ বদলে যাবে।’ আজ শনিবার দিল্লিতে হাউজিং মন্ত্রণালয়ের অয়োজিত এক অনুষ্ঠানে মোদি এ সব কথা বলেন।
মোদি বলেন, ‘হিন্দুস্তান যা করে দুনিয়া সেটাকে খুব ভালোভাবে দেখে। বিশ্ব দেখল ভারত কী কী করতে পারে। এই দেশের শক্তি আছে ডিকশনারির শব্দের অর্থ বদলে দেয়। আগে ইংরেজিতে অভিনন্দনের অর্থ হতো কনগ্রাচ্যুলেশন। এর এখন অভিনন্দনের অর্থ বদলে যাবে। এমন শক্তি এই দেশের আছে।’
তিনি বলেন,‘আসুন আমরা এই আত্মবিশ্বাস নিয়ে চলি। একটা পরাক্রমশক্তির রাষ্ট্ররূপে আমাদের আগে চলতে হবে। স্বপ্নকে পূরণ করতে একটা সময়সীমার মধ্যে একের পর এক কদম চলতে হবে। সরকার আপনাদের সঙ্গে আছে।’
এর আগে গতকাল শুক্রবার ভারতের মাটিতে পা দেওয়ার পরেই টুইট করে পাইলট অভিনন্দনকে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি। তিনি লিখেন, ‘নিজের ঘরে স্বাগত উইং কমান্ডার অভিনন্দন! দেশ তোমার অসীম সাহস দেখে গর্বিত।’
