ঢাকা, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ৩ আগস্ট, ২০১৯ ১৯:০৬

পশ্চিমবঙ্গে ভূমিকম্পের আঘাত

অনলাইন ডেস্ক
পশ্চিমবঙ্গে ভূমিকম্পের আঘাত

বাংলাদেশ সীমান্ত লাগোয়া ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা এবং রাজ্যের দক্ষিণাঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এই ভূমিকম্প আঘাত হানে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ বলছে, কলকাতা, হাওড়াসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের উত্স এখনও জানা যায়নি।

তবে ভূমিকম্পের সময় আতঙ্কিত লোকজন বাড়ি-ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। আনন্দবাজার বলছে, এক সপ্তাহ আগে ভূমিকম্পে কেঁপে উঠেছিল পুরুলিয়া-সহ ঝাড়খণ্ড লাগোয়া বেশ কিছু অঞ্চল।

গত ২৮ জুলাই রাত আড়াইটার দিকে কেঁপে ওঠে পুরুলিয়া। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪। কম্পনের কেন্দ্রবিন্দু ছিল পুরুলিয়ার ১০ কিলোমিটার দূরে।

উপরে