ঢাকা, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ৭ মে, ২০২০ ১৭:২০

ভারতে চালু হচ্ছে গণপরিবহন

বিদেশ ডেস্ক
ভারতে চালু হচ্ছে গণপরিবহন


কিছু শর্তসাপেক্ষে পরিবহন মালিকরা তাদের কার্যক্রম শুরু করতে পারবে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গড়কড়ি। বুধবার (৬ মে) বাস ও কার অপারেটরস কনফেডারেশন অব ইন্ডিয়ার সঙ্গে একটি ভিডিও কনফারেন্সে তিনি এ কথা জানান। গড়কড়ি বলেন, খুব তাড়াতাড়ি গণপরিবহণ চালু হবে। সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট গাইডলাইন থাকবে। ভারতের কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী আরও জানিয়েছেন, বাস ও গাডি চলাচল শুরু হওয়ার পরে সাধারণ মানুষ যাতে সামাজিক দূরত্ব বজায় রাখেন এবং হাত ধোয়া, স্যানিটাইজিং, মাস্ক পরা ইত্যাদি স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলেন, তার ওপর বিশেষ জোর দিয়েছেন তিনি। দীর্ঘদিনের লকডাউনের ফলে বিপুল সংকটের মধ্যে পড়েছে পরিবহন খাত। কেন্দ্রের কাছে ত্রাণ প্যাকেজের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে গড়কড়ি বলেন, সরকার পরিবহন শিল্পের সমস্যা সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত আছে। তাদের সমস্যার সমাধানে সব ধরনের সহায়তা করা হবে বলেও আশ্বস্ত করেছেন মন্ত্রী।

 

উপরে