ঢাকা, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১৮ মে, ২০২০ ১৬:৩৪

এ বছরই আসছে ভ্যাকসিন, আশাবাদ

অনলাইন ডেস্ক
এ বছরই আসছে ভ্যাকসিন, আশাবাদ


করোনাভাইরাস এখন সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। ভাইরাসটিতে প্রতিদিনই হাজার হাজার মানুষ আক্রান্ত ও মারা যাচ্ছে। ইতোমধ্যে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৪৭ লাখ ও মৃত্যুর সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে গেছে। এমন ভয়াবহতার মধ্যে ভাইরাসটির ভ্যাকসিন এখনও অবিষ্কার না হলেও বিজ্ঞানিরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের স্বাস্থ্য সুরক্ষা কেন্দ্রের পরিচালক ড. টম ইঙ্গলসবি বলছেন, সব কিছু ঠিকমতো এগোলে আশা করছি চলতি বছরের মধ্যেই করোনার ভ্যাকসিন চলে আসবে।
তিনি বলেন, করোনাভাইরাস বিস্তার রোধে লকডাউন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা পৃথিবীর বৃহত্তম মহামারির শিকার হয়েছি, যা বিশ্বের অন্য দেশের চেয়ে ৫ গুণ বেশি। তবে সময়ের সঙ্গে এটি সঠিক পথে যাচ্ছে। এখন অঙ্গরাজ্যগুলোকে লকডাউন তোলার ব্যাপারে সাবধানের সঙ্গে ভাবতে হবে।
বাজারে ভ্যাকসিন আসার আগেই যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশ যখন লকডাউন শিথিল করছে, তখনই যতটা সম্ভব সাবধান থাকার কথা বললেন জনস হপকিনসের এই স্বাস্থ্য বিশেষজ্ঞ।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, সবার কাছে ভ্যাকসিন পৌঁছানোর ক্ষেত্রে এখনো কয়েক মাস বা কয়েক বছর লেগে যেতে পারে। তাই আগেভাগে বিধিনিষেধ তুলে নিলে ভাইরাস আবার ফিরে আসতে পারে।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্র করোনার ভ্যাকসিন পেতে যাচ্ছে। তবে যুক্তরাষ্ট্রে সব কিছু চালু হওয়ার জন্য ভ্যাকসিনের অপেক্ষায় থাকবেন না তিনি। লকডাউন উঠে যাবে।

উপরে