কিছুক্ষণের মধ্যে আছড়ে পড়বে আম্পান, প্রস্তুত আমজনতা
আম্পানের দাপটে বৃষ্টি শুরু হয়েছে ভারতের বসিরহাট, কুলতলিতে। মানুষজনকে কাঁচা বাড়ি থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে নিরাপদ আশ্রয়ে, সাইক্লোন শেল্টারে। কিছুক্ষণের মধ্যে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়বৃষ্টি হতে চলেছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। শেষ ৬ ঘণ্টায় ১৭ কিলোমিটার বেগে ধেয়ে আসছে আম্পান। এখন বাঁক নিয়ে উত্তর-পূর্ব অভিমুখ অর্থাৎ বাংলাকে পাখির চোখ করেই ধেয়ে আসছে এই ঝড়।
সুপার সাইক্লোন আম্পান মোকাবিলায় প্রস্তুত হুগলি জেলা প্রশাসন। বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত করা হয়েছে। কাঁচা বাড়ি থেকে ৭ হাজারের বেশি মানুষকে সরানো হয়েছে। রাখা হয়েছে ত্রাণ শিবিরে। বিদ্যুৎ দপ্তর, স্বাস্থ্য দপ্তর, সেচ, কৃষি, দমকল,পুলিশসহ ২৪টি দপ্তরকে সতর্ক করা হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় পুরনিগমে খোলা হল কন্ট্রোল রুম- ০৩৩ ২৬৩৭ ১৭৩৫। আম্পানের জন্য হাওড়ার কন্ট্রোল রুম- ১৯০ ৫২০। সূত্র: জি নিউজ।
