ঢাকা, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২০ মে, ২০২০ ২১:০৫

আম্পানে লণ্ডভণ্ড পশ্চিমবঙ্গ, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
আম্পানে লণ্ডভণ্ড পশ্চিমবঙ্গ, নিহত ৩


পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আম্পান যা এখন স্থলভাগে উঠে আসতে শুরু করেছে। প্রতিবেদনে বলা হয়, লণ্ডভণ্ড পরিস্থিতি। ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে চলছে সবচেয়ে বেশি তাণ্ডব। কলকাতা, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের অবস্থাও ভয়াবহ। হাজারে হাজারে কাঁচাবাড়ি, গাছপালা ভাঙার খবর আসছে বিভিন্ন জেলা থেকে।

স্থলভাবে উঠে আসার পর বৃষ্টি ঝরিয়ে কমতে শুরু করবে ঝড়ের শক্তি। তবে এগোনোর গতি থামবে না। জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার যে পূর্বাভাস দিয়েছে, তাতে এ ঝড়ের চোখ বা কেন্দ্র মধ্যরাতের পর কোনো এক সময় মেহেরপুর এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে।
এদিকে ভারতের আবহাওয়া অফিস বলেছে, বিশাল ব্যাপ্তির এ ঝড় স্থানীয় সময় সন্ধ্যা ৭টার মধ্যে পুরোপুরি স্থলভাগে উঠে আসে এবং ততক্ষণে এর অগ্রভাগ পৌঁছে যায় কলকাতায়।

উপরে