ঢাকা, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২৪ মে, ২০২০ ১২:৪৪

রেস্তোরাঁ-ক্যাফেতে খেলে ৫০ ইউরো উপহার!

অনলাইন ডেস্ক
রেস্তোরাঁ-ক্যাফেতে খেলে ৫০ ইউরো উপহার!


অনলাইন ডেস্ক
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় স্বাভাবিক জীবন ফিরিয়ে আনার লক্ষ্যে নানান উদ্যোগ নেওয়া হচ্ছে। আরোপিত অবরোধ (লকডাউন) শেষ হওয়ায় শহরটির বাসিন্দাদের ঘর থেকে বেরিয়ে রেস্তোরাঁয় খেতে উৎসাহিত করা হচ্ছে। এজন্য প্রতিটি পরিবার পাচ্ছে ৫০ ইউরোর (৪ হাজার ৭০০ টাকা) ভাউচার! 
ভিয়েনা শহরের মেয়র মাইকেল লুডউইগ এই ঘোষণা দিয়েছেন। ভিয়েনায় সাড়ে ৯ লাখ পরিবারের বসবাস।
মেয়র উল্লেখ করেন, প্রতিটি পরিবারকে রেস্তোরাঁ ও ক্যাফেতে খাওয়ার জন্য ভাউচার দেয়া হবে। মাইক্রো ব্লগিং সাইট টুইটারে নিজের অ্যাকাউন্টে খবরটি শেয়ার করেছেন মেয়র নিজেই।
তিনি জানান, কোনো ঘরে একজন থাকলে ২৫ ইউরো আর একাধিক সদস্য থাকলে ৫০ ইউরো দেয়া হবে। তবে অ্যালকোহল পানীয়র বিলের ক্ষেত্রে এটি কার্যকর হবে না।
করোনাভাইরাসের কারণে দুই মাস লকডাউন থাকায় শহরের খাবার দোকানগুলোর অবস্থা নাজুক। তাই রেস্তোঁরা ও ক্যাফে মালিকদের সহায়তায় ব্যতিক্রমী এ উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার।
এ ছাড়া ভিয়েনার রেস্তোরাঁগুলোর জন্য কেন্দ্রীয় সরকারের ৪ কোটি ইউরো বরাদ্দের পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
ভাউচারগুলো গত ১৬ মে থেকে বৈধ হয়েছে। ওইদিন বেশকিছু সতর্কতামূলক নির্দেশিকা মেনে অস্ট্রিয়ায় রেস্তোরাঁ ও ক্যাফে পুনরায় খুলেছে। 

উপরে