ঢাকা, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২৮ মে, ২০২০ ২০:৩৪

উ. কোরিয়া ছাড়লেন ব্রিটিশ কূটনীতিকরা, কারণ অজানা

অনলাইন ডেস্ক
উ. কোরিয়া ছাড়লেন ব্রিটিশ কূটনীতিকরা, কারণ অজানা


উত্তর কোরিয়াস্থ ব্রিটিশ দূতাবাসকর্মীরা দেশটি ত্যাগ করেছেন বলে শোনা যাচ্ছে। তাছাড়া পিয়ংইয়ংস্থ ব্রিটিশ দূতাবাসও বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে পার্সটুডে। কিন্তু ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
|কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে এন কে নিউজ জানিয়েছে, উত্তর কোরিয়ায় ব্রিটিশ দূতাবাস বন্ধ হয়ে গেছে এবং এর কূটনীতিকরা পিয়ংইয়ং ত্যাগ করছেন। উত্তর কোরিয়ার একটি সূত্র জানিয়েছে, ব্রিটিশ কূটনীতিকরা স্থল সীমান্ত দিয়ে চীনে প্রবেশ করেছেন।
ঠিক কি কারণে ব্রিটিশ দূতাবাস বন্ধ করে দেয়া হয়েছে তা জানা যায়নি। তবে কোনো কোনো সূত্র জানিয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকানোর জন্য উত্তর কোরিয়া সরকার যেসব কঠোর ব্যবস্থা নিয়েছে তার আওতায় ব্রিটিশ দূতাবাস বন্ধ করে দেয়া হয়েছে।

উপরে