ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ৮ জুন, ২০২০ ১৫:২১

টুইটারে ট্রাম্পের পরিচয় বর্ণবাদী

নিজস্ব প্রতিবেদক
টুইটারে ট্রাম্পের পরিচয় বর্ণবাদী


‘বর্ণবাদী’ লিখে টুইটারে সার্চ দিলেই দেখাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম। সিনেট ও ডিজিনেটের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
|মূলত তাঁর নামের সঙ্গে বহুবার সুনির্দিষ্ট শব্দ ব্যবহার করার কারণে এমনটি ঘটেছে। প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েকজন টুইটার ব্যবহারকারী প্রথমে বিষয়টি জানতে পেরেছেন। টুইটার অ্যাকাউন্টে লগড ইন না থাকলেও এবং প্রাইভেট মোডে ওয়েব ব্রাউজার ব্যবহার করলেও বর্ণবাদ এবং বর্ণবাদী লিখে সার্চ করলে ফলাফলে পিপল ট্যাবেও ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্টটি দেখাচ্ছে।
এ বিষয়ে টুইটারের মিডিয়া কনসালটেন্ট ক্লিভ ব্রাউন বলেন, এ ব্যাপারে আমাদের করণীয় কিছু নেই। টেকনোলজি যা দেখাচ্ছে তাই ঘটছে। এখানে টুইটারের কোনো ভালাবাসা বা বিদ্বেষ নেই।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউজের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ট্রাম্প শুনেছেন বলে হোয়াইট হাউজের এক কর্তৃপক্ষ জানেিয়ছেন। ওই কর্তৃপক্ষ জানান, ট্রাম্প এটি শুনে খুবই ক্ষুদ্ধ হয়েছেন।

উপরে