ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ৯ জুন, ২০২০ ১৭:৫১

করোনায় প্রাণ গেলো সৌদি প্রিন্সের

নিজস্ব প্রতিবেদক
করোনায় প্রাণ গেলো সৌদি প্রিন্সের


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবের রাজ পরিবারের এক সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার আন্তর্জাতিক গণমাধ্যমে এমন খবর প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়ে- গত বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে সৌদি আরবের রয়্যাল কোর্ট প্রিন্স সৌদ বিন আবদুল্লাহ বিন ফয়সাল বিন আবদুল আজিজ আল সৌদের মৃত্যু হয়। কিন্তু কোর্টের পক্ষ থেকে মৃত্যুর কারণ সম্পর্কে তথ্য দেওয়া হয়নি।
এতে আরও বলা হয়, করোনার সংক্রমণ ছড়িয়ে পড়েছে সৌদি আরবের রাজ পরিবারে। রিয়াদের গভর্নরকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে। সব মিলিয়ে রাজ পরিবারের ১৫০ জন আক্রান্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী সৌদি আরবে এখন পর্যন্ত ১ লাখ ৫ হাজার ২৮৩ জন আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৭৪৬ জনের। তবে সুস্থ হয়ে উঠেছে ৭৪ হাজার ৫২৪ জন।

উপরে