ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ৯ জুন, ২০২০ ২০:২৪

মালয়েশিয়ার উপকূলের কাছে সাগরে ২৭০ রোহিঙ্গা আটক

অনলাইন ডেস্ক
মালয়েশিয়ার উপকূলের কাছে সাগরে ২৭০ রোহিঙ্গা আটক


মালয়েশিয়ার কর্তৃপক্ষ তার উপকূলের কাছ থেকে প্রায় ২৭০ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে।
বাংলাদেশ থেকে যাওয়া ওই শরণার্থীরা এক ট্রলারে গত প্রায় দু’মাস ধরে সাগরে ভেসে বেড়াচ্ছিলেন। কিন্তু ওই ট্রলারের আরও দু’শ জন যাত্রীর ভাগ্যে কী ঘটেছে সে সম্পর্কে এখনই কোন পরিষ্কার ছবি পাওয়া যাচ্ছে না।
মানবাধিকার সংস্থাগুলো রোহিঙ্গাবাহী জাহাজগুলোকে নোঙ্গর করার অনুমতি দেয়ার জন্য মালয়েশিয়ার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।-বিবিসি বাংলা

উপরে