ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১৩ জুন, ২০২০ ১৭:২১

করোনাভাইরাস: ভারতে একদিনে ৩৮৬ মৃত্যুর রেকর্ড

করোনাভাইরাস: ভারতে একদিনে ৩৮৬ মৃত্যুর রেকর্ড


অনলাইন ডেস্ক
করোনাভাইরাসের হানায় লন্ডভন্ড ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ১১ হাজার ৪৫৮। এ সময়ের মধ্যে এ রোগে ৩৮৬ জনের মৃত্যু হয়েছে। এ শনাক্ত ও মৃত্যুর সংখ্যা একদিনের ব্যবধানে সর্বোচ্চ।
শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
ভারতে এ প্রথম একদিনে ১১ হাজারের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৩ লাখ ৮ হাজার ৯৯৩ জন। তাদের মধ্যে মারা গেছেন মোট ৮ হাজার ৮৮৪ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৩৩০ জন।

উপরে