ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১৯ জুন, ২০২০ ২১:২৪

এসেক্সে লরি থেকে অভিবাসী সন্দেহে ১৪ জন আটক

নিজস্ব প্রতিবেদক
এসেক্সে লরি থেকে অভিবাসী সন্দেহে ১৪ জন আটক


এসেক্সের মোটরওয়েতে একটি লরির পেছন থেকে ১৪জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা অবৈধভাবে প্রবেশ করেছেন বলে ধারনা করা হচ্ছে।
এসেক্সের হার্লোর কাছে এম ১১ থেকে লরির ড্রাইভার এবং যাত্রীদের আটক করা হয়। বুধবার বিকেলে পুলিশ খবর পেয়ে ৬টার পর জংশন ৮ এবং ৯ বন্ধ করে দেয়। সাথে সাথে এ্যাম্বুলেন্স সার্ভিসকে ডাকা হয় আটককৃতদের স্বাস্থ্যসেবা দেয়ার জন্য।
এসেক্স পুলিশ জানায় তারা এম ১১ এর জংশন ৯ থেকে একটি লরির ভেতরে থাকা লোকদের নিরাপদে নামিয়ে আনে এবং ড্রাইভারকেও গ্রেফতার করা হয়। 
বিবিসি জানিয়েছে ব্রিটেনে অবৈধভাবে প্রবেশের সুযোগ সৃষ্টির জন্য ৩০ বছর বয়সী ড্রাইভার, এক যাত্রী এবং আরও দুইজনকে আটক করে পুলিশ। 

উপরে