‘সীমান্তে প্রস্তুত ভারতীয় সেনারা’
চীন-ভারত সংঘর্ষের পর সীমান্তের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের (এলএসি) পরিস্থিতি উত্তপ্ত। শুক্রবার এই বিষয়েই সর্বদলীয় বৈঠক করেছে ভারত সরকার। বৈঠকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, সীমান্তে যে কোনও ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে ভারতীয় সেনারা।
বৈঠকের শুরুতেই রাজনাথ সিং সব দলের নেতাদের কাছে চীন সংলগ্ন লাদাখ সীমান্তের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করেন। গালওয়ান উপত্যকার সংঘাত সম্পর্কেও বিস্তারিত জানান তিনি। এই ঘটনার ব্যাখ্যা দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করও।
এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, চীনের কাছে এক ইঞ্চি জমিও হারায়নি ভারত। কোনও চীনা অনুপ্রবেশ হয়নি বলেও জানিয়েছেন তিনি।
সোমবার চীন-ভারত সামরিক সংঘাতে ২০ ভারতীয় সেনা নিহত হওয়ার পর অভিযোগ উঠেছিল গালোয়ান উপত্যকা এবং প্যাংগং লেকসহ ভারতীয় ভূখণ্ডের বেশ কিছু জায়গায় ঘাঁটি গেড়েছে চীন। শুক্রবারের বৈঠকে বিরোধী দলগুলোর সেই দাবি উড়িয়ে দেন প্রধানমন্ত্রী মোদি।
সূত্র: কলকাতাটুয়েন্টিফোর
