ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২২ জুন, ২০২০ ১৫:১৯

আরও চাপে ভারত, এবার পাকিস্তান সীমান্তে সেনা সদস্য নিহত

আরও চাপে ভারত, এবার পাকিস্তান সীমান্তে সেনা সদস্য নিহত


অনলাইন ডেস্ক
চীন সীমান্তে উত্তেজনায় গত ১৫ জুন ২০ ভারতীয় সেনা নিহত হয়। এই উত্তেজনার মধ্যেই নেপাল সীমান্তে বাধ নির্মাণে বাধার সম্মুখীন হয় ভারত।  এবার পাকিস্তান সীমান্তে  নিহত হয় এক সেনা সদস্য। এতে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সৃষ্ট উত্তেজনায় আরও চাপে পড়ল ভারত।
জানা গেছে, পাকিস্তান সীমান্তে সোমবার রাতভর এক ভারতীয় সেনা মারা গেছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে গত এক মাসে জম্মু এবং কাশ্মীরের এই নিয়ন্ত্রণ রেখায় ভারতের চারজন সেনা মারা গেল।
ভারতের দাবি, কাঠুয়া জেলায় পাকিস্তানের দিক থেকে বিনা উস্কানিতে আগে আক্রমণ করা হয়। এ সময় নওশের সেক্টরে দায়িত্বরত এক সদস্য গুরুতর আহত হন। পরে তিনি মারা যান।
এর আগে গত ৪ এবং ১০ জুন পাকিস্তানি সেনার গুলিতে ভারতের দুইজন নিহত হন। পরে ১৪ তারিখ মারা যান আরেকজন।

উপরে