ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২৩ জুন, ২০২০ ১৬:২৫

নিজের বাহিনীর ওপর হামলার পরিকল্পনা মার্কিন সৈন্যের

নিজের বাহিনীর ওপর হামলার পরিকল্পনা মার্কিন সৈন্যের


অনলাইন ডেস্ক
নিজের বাহিনীর ওপর হামলার পরিকল্পনা করেছেন এমন অভিযোগ আনা হয়েছে এক মার্কিন সৈন্যের বিরুদ্ধে। আজ মঙ্গলবার বিবিসি অনলাইন এ খবর প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পরিকল্পনা বাস্তবায়নে নব্য-নাৎসী গ্রুপের কাছে নিজের সেনা ইউনিটের তথ্য পাঠিয়েছিল ইথান মেলজের (২২) নামের সেই সৈন্য। সেসব তথ্যকে 'সংবেদনশীল' বলে আখ্যা দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, অর্ডার অব দ্য নাইন এঞ্জেল নামের সেই নব্য-নাৎসী গ্রুপটি বর্ণবাদের আদর্শে গড়া একটি চরমপন্থী সংগঠন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইথান নাকি চেয়েছিলেন তার পাঠানো তথ্য 'জিহাদি'দের কাছে চলে যাক যাতে তারা সহজে হামলা করতে পারে।

উপরে