৮০টির বেশি শিল্প ও সাংস্কৃতিক পদকে স্বীকৃতি সৌদি আরব মন্ত্রিসভার
অনলাইন ডেস্ক
নাট্য প্রযোজনা, চলচ্চিত্র পরিচালনা, ডিজাইন প্রদর্শনী ও টেক্সটাইল ডিজাইনের মতো ৮০টির বেশি শিল্প ও সাংস্কৃতিক পদকে স্বীকৃতি দিয়েছে সৌদি মন্ত্রিসভা। সংস্কৃতি মন্ত্রী প্রিন্স বদর বিন আব্দুল্লাহ বিন ফারহান এ ঘোষণা দিয়েছেন। সৌদির ইতিহাসে প্রথমবারের মতো এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে সংস্কৃতি শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিগণ দেশে করপোরট মর্যাদা পাবেন।
দেশটির সাংস্কৃতিক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন রাজ্যের পেশাগত শ্রেণিবিন্যাসের অংশ হিসেবে এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সৃজনশীলদের মূল্যায়ন ও সামাজিকভাবে স্বীকৃতি দিতে এ সিদ্ধান্তের প্রয়োজন ছিল।
নাট্য প্রযোজনা, চলচ্চিত্র পরিচালনা, আলোকসজ্জাকার,ডিজাইন প্রদর্শনী, কিউরেটর ও টেক্সটাইল ডিজাইনের মতো ৮০টি সাংস্কৃতিক পদ এখন সৌদি আরবের ‘ইউনিফায়েড সৌদি অকুপেশনাল ক্ল্যাসিফিকেশন’-এর অধীনে স্বীকৃতপ্রাপ্ত।
