ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২৮ জুন, ২০২০ ১৬:৫৯

ভারতের সঙ্গে সংঘর্ষ: সেনাদের মার্শাল আর্ট শেখাচ্ছে চীন

অনলাইন ডেস্ক
ভারতের সঙ্গে সংঘর্ষ: সেনাদের মার্শাল আর্ট শেখাচ্ছে চীন


তিব্বত মালভূমিতে অবস্থানরত চীনা সৈন্যদের মার্শাল আর্ট শেখানোর জন্য ২০ জন প্রশিক্ষক পাঠাচ্ছে চীন।
|তবে এ নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি বেইজিং। বিবিসি বলছে, লাদাখ সীমান্তে ভারতীয় সেনাদের সাথে সংঘর্ষের পর এই সিদ্ধান্ত নিলো চীন। চলতি মাসের মাঝামাঝিতে অনুষ্ঠিত ওই সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত এবং আরও ৭৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে দিল্লি। তবে চীন তাদের সেনাদের হতাহতের ব্যাপারে কোন তথ্য প্রকাশ করেনি।
১৯৯৬ সালের সমঝোতা অনুসারে ওই এলাকায় কোনও পক্ষই আগ্নেয়াস্ত্র বা বিস্ফোরক বহন করে না।
ভারত যদিও জানিয়েছে, ২০ জন সৈন্য নিহত হওয়ার পাশাপাশি তাদের ৭৬ জন আহত হয়েছে,
হংকংয়ের গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মার্শাল আর্ট প্রশিক্ষক পাঠানোর এই খবরটি চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলোয় গত ২০ জুন প্রকাশিত হয়েছে।
রাষ্ট্রীয় প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, ২০ জন মার্শাল আর্ট যোদ্ধা তিব্বতের রাজধানী লাসায় অবস্থান করবে। তবে চীনের গণমাধ্যমগুলো এটা নিশ্চিত করেনি যে, তারা ভারত সংলগ্ন সীমান্তে দায়িত্বরত চীনা সৈন্যদের প্রশিক্ষণ দেবে কিনা।
লাদাখে গত ১৫ জুন গালওয়ান রিভার ভ্যালির ওই সংঘর্ষের ঘটনায় একে অপরকে দায়ী করেছে দুই পারমাণবিক শক্তিধর দেশ চীন ও ভারত।
চরম জলবায়ু ও অতি উঁচু ওই অঞ্চলটি আকসাই চীনের কাছাকাছি অবস্থিত। চীন নিয়ন্ত্রিত এই এলাকার মালিকানা দাবি করে ভারতও। প্রায় অর্ধশতকের মধ্যে দুই দেশের মধ্যে এই প্রথমবার সংঘর্ষে এতো হতাহতের ঘটনা ঘটলো।
তবে ওই সংঘর্ষের পর থেকে রমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশী দেশের মধ্যে থাকা প্রায় অচিহ্নিত লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) নিয়ে দীর্ঘ দিনের উত্তেজনা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে।

সূত্র: বিবিসি বাংলা

উপরে