ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২৮ জুন, ২০২০ ১৭:৪২

বিশ্বজুড়ে আক্রান্ত কোটি ছাড়াল, মৃত্যু ৫ লাখ

অনলাইন ডেস্ক
বিশ্বজুড়ে আক্রান্ত কোটি ছাড়াল, মৃত্যু ৫ লাখ


গত বছরের ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাস সংক্রমণ মানবদেহে ধরা পড়ে। প্রাণঘাতী এ ভাইরাস প্রাদুর্ভাব শুরুর সাত মাসের মাথায় বিশ্বব্যাপী শনাক্ত করোনা রোগীর সংখ্যা ১ কোটি ছাড়িয়েছে। একই সময়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৫ লাখেরও বেশি মানুষ।
গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনায় এখন পর্যন্ত ১ কোটি ১ লাখ ৮ হাজার ৭৩৮ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ লাখ ১ হাজার ৮জনের বেশি রোগী।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, আজ পর্যন্ত বিশ্বে মোট শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ কোটি ১ হাজার ৫২৭ জন। আর মোট মৃত্যুর সংখ্যা ছিল ৪ লাখ ৯৯ হাজার ১২৪ জন।
রয়টার্সের এক খবরে বলা হয়, বিশ্বে এ পর্যন্ত যত রোগী শনাক্ত হয়েছে, তার ২৫ শতাংশই উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং ইউরোপে। এছাড়া ১১ শতাংশ রোগী এশিয়ার এবং ৯ শতাংশ মধ্যপ্রাচ্যের দেশগুলোর।
প্রথম সংক্রমণ ধরা পড়ার পর চার মাসের মাথায় বিশ্বে শনাক্ত রোগীর সংখ্যা ১০ লাখ ছাড়ায়। এর পরের ৭ সপ্তাহে আরও ৪০ লাখ মানুষের মধ্যে সংক্রমণ ধরা পড়ে। ২১ মে আক্রান্তের সংখ্যা অর্ধ কোটি ছাড়িয়ে; পরের পাঁচ সপ্তাহের মাথায় সেই সংখ্যা কোটিতে কোটিও পার হল।
করোনায় সবচে বেশি বিপর্যস্ত দেশ যুক্তরাষ্ট্র। আক্রান্তের দিক থেকে দেশটির ধারে কাছেও নেই অন্য কোনো দেশ। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দেশটিতে প্রায় ২৬ লাখ (২৫৯৬৭৭১) করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছে ১ লাখ ২৮ হাজারের বেশি রোগী।

বিধিনিষেধের মধ্যে মে মাসে যুক্তরাষ্ট্রে সংক্রমণের গতি কিছুটা কমে এলেও লকডাউন তুলে দেওয়ার পর এখন তা আবার বাড়ছে। আগে যেসব এলাকা সংক্রমণের বাইরে ছিল, এখন সেসব এলাকাতেও ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার খবর আসছে।
এর পরেই রয়েছে ব্রজিল, সেখানে সরকারের নথিতে এসেছে ৫৭ হাজার মানুষের মৃত্যুর তথ্য। এছাড়া যুক্তরাজ্যে ৪৩ হাজারের বেশি ও ইতালিতে ৩৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

উপরে