ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২ জুলাই, ২০২০ ২১:৩১

সীমান্তে উত্তেজনা, এর মধ্যে হঠাৎ কেঁপে উঠল লাদাখ

সীমান্তে উত্তেজনা, এর মধ্যে হঠাৎ কেঁপে উঠল লাদাখ


অনলাইন ডেস্ক
গত সাড়ে আট সপ্তাহ ধরে চীন-ভারত সীমান্তে চলছে উত্তেজনা। তার মধ্যেই আবার কেঁপে উঠল লাদাখ। ভারত ও চীন টানটান উত্তেজনার মধ্যেই ভূমিকম্পের সাক্ষী হল এই এলাকা। আজ বৃহস্পতিবার দুপুর ১টা ১১ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয় লাদাখে। খবর ইন্ডিয়া টুডের।
ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে ভারতীয় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। বলা হয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৫। তবে এখনও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। গত সপ্তাহেও একটি ভূমিকম্প আঘাত হেনেছিল লাদাখে। তখনও রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৫।

উপরে