ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ৫ জুলাই, ২০২০ ১২:৫৯

সংক্রমণে নতুন রেকর্ড, করোনায় বিশ্বে একদিনেই আক্রান্ত ২ লাখ ১২ হাজার

সংক্রমণে নতুন রেকর্ড, করোনায় বিশ্বে একদিনেই আক্রান্ত ২ লাখ ১২ হাজার


অনলাইন ডেস্ক
মহামারী করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার পর সারা বিশ্বে একদিনে সংক্রমণের নতুন রেকর্ড তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় সংক্রমতি হয়েছে ২ লাখ ১২ হাজার ৩২৬ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানিয়েছে।
এরমধ্যে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল করোনা সংক্রমণে শীর্ষে রয়েছে। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৫৩ হাজার ২১৩ জন এবং ব্রাজিলে আক্রান্ত হয়েছে ৪৮ হাজার ১০৫ জন। 
গত বছরের ডিসেম্বরে চীনেই হুবেই প্রদেশর উহান শহরে প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। বিশ্বের সব দেশেই ছড়িয়েছে করোনাভাইরাস। সূত্র: সিনহুয়া

উপরে