ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ৬ জুলাই, ২০২০ ১৫:০৫

ইতালি প্রবেশের অনুমতি পেলেন সাগর থেকে উদ্ধার ১৮০ অভিবাসনপ্রত্যাশী

ইতালি প্রবেশের অনুমতি পেলেন সাগর থেকে উদ্ধার ১৮০ অভিবাসনপ্রত্যাশী


অনলাইন ডেস্ক
অবশেষে মানববিক বিবেচনায় ইতালি প্রবেশের অনুমতি পেলেন ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা ১৮০ অভিবাসনপ্রত্যাশী। তাদেরকে সোমবার থেকে ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে রাখা হয়েছে। খবর বিবিসির।
এসওএস মেডিটারনি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্ধারকারী জাহাজ দ্য ওশান ভাইকিং এসব অভিবাসনপ্রত্যাশীকে ডুবে যাওয়া নৌযান থেকে উদ্ধার করে।
কিন্তু জাহাজটিকে গত এক সপ্তাহ ধরে ইতালির বন্দরে নোঙর করতে দেওয়া হয়নি।
জাহাজের নাবিক ও আরোহীদের জীবন বিপন্ন হওয়ার শঙ্কা প্রকাশ করে শুক্রবার ইতালির কর্তৃপক্ষের কাছে মানবিক আবেদন জানানো হলে তাতে সাড়া দেয় ইউরোপের দেশটি।
সাগর থেকে উদ্ধার করা অভিবাসনপ্রত্যাশীরা পাকিস্তান, ইরিত্রিয়া ও নাইজেরিয়ার নাগরিক বলে জানা গেছে। লিবিয়া থেকে দালালদের মাধ্যমে তারা ইউরোপে প্রবেশের চেষ্টা করছিলেন।
চারটি উদ্ধারকারী দল গত ২৫-৩০ জুনের মধ্যে তাদের ভূমধ্যসাগর থেকে উদ্ধার করে। এদের মধ্যে গর্ভবতী নারীসহ ২৫ শিশুও রয়েছে।
করোনা পরীক্ষার পর তাদের ইতালি অথবা মাল্টায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

উপরে