ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ৮ জুলাই, ২০২০ ১৪:০৮

করোনা; কারফিউ জারি করায় সার্বিয়ান পুলিশের সাথে জনতার সংঘর্ষ

করোনা; কারফিউ জারি করায় সার্বিয়ান পুলিশের সাথে জনতার সংঘর্ষ


অনলাইন ডেস্ক
মহামারী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নতুন করে কারফিউ জারি করায় ক্ষিপ্ত হয়ে উঠেছে সার্বিয়ার সাধারণ মানুষ। রাজধানী বেলগ্রেডে পুলিশের সাথে জনতার সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে খবর প্রকাশিত হয়েছে। 
মঙ্গলবার ওই সংঘর্ষ চলাকালে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। উত্তেজিত জনতা সংসদ ভবন এলাকায়ও ঢুকে পড়ে। পরে তাদের বের করে দেয় দাঙ্গা পুলিশ। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। পাল্টা জবাবে ডিম, বোতল, পাথর নিক্ষেপ করেছে জনতাও।
করোনার সংক্রমণের প্রথম ধাক্কা সামলে উঠেছে এমন দেশে দ্বিতীয় দফায় ছড়াচ্ছে করোনা ভাইরাস। করোনা ছড়াবে এ ভয়ে অনেক দেশ নিজ দেশের নাগরিকদেও দেশে ফিরতে নিষেধাজ্ঞা আরোপ করছেন। সূত্র: ডিডাব্লিউ

উপরে