ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ৯ জুলাই, ২০২০ ১২:৫৭

মেলবোর্নে ৫০ লাখ মানুষের নতুন লকডাউন শুরু

মেলবোর্নে ৫০ লাখ মানুষের নতুন লকডাউন শুরু


অনলাইন ডেস্ক
অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নের ৫০ লাখ মানুষের লকডাউন আজ বৃহস্পতিবার নতুন করে শুরু হয়েছে। মাত্র কয়েকসপ্তাহ আগে লকডাউন শেষ হওয়ার পর নতুন করে আরও কঠোর পদক্ষেপের মুখোুমখি হলো শহরবাসী।
করোনার সংক্রমণ রোধে শহরবাসীকে ছয় সপ্তাহের জন্যে বাড়িতেই অবস্থান করতে বলা হয়েছে।
ভাইরাস নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়ার অন্যান্য অঞ্চলের সফলতা ধরে রাখতে ভিক্টোরিয়া অঙ্গরাজ্যকে দেশের সব অংশ থেকে রীতিমতো বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে।
এদিকে, মেলবোর্নে দ্বিতীয়বারের এই লকডাউনে অর্থনৈতিক ও মানসিক প্রভাব নিয়ে উদ্বেগ রয়েছে। কর্মকর্তারা আশংকা করছেন নতুন এই লকডাউনে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দাঁড়াবে ৪শ’ ২০ কোটি মার্কিন ডলার।
রেস্টুরেস্ট ও ক্যাফেগুলো খুব সীমিত আকারে খাবার সরবরাহ করতে পারবে। জিম, সেলুন ও সিনেমা পুরোপুরি বন্ধ থাকছে। এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দারা ঘরের বাইরে যেতে পারবেন না।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার আড়াই কোটি জনসংখ্যার মধ্যে নয় হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছে ১০৬ জন।

উপরে