ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১২ জুলাই, ২০২০ ১৭:০৪

ইতালিতে বাংলাদেশি কমিউনিটিতে আরও ৮ জনের করোনা শনাক্ত

ইতালিতে বাংলাদেশি কমিউনিটিতে আরও ৮ জনের করোনা শনাক্ত


অনলাইন ডেস্ক
ইতালিতে বাংলাদেশি কমিউনিটিতে গত একদিনে নতুন আটজনের করোনা শনাক্ত হয়েছে। লাজিও অঞ্চলে নতুন করে শনাক্ত হওয়া ১৯ জনের মধ্যে আটজনই বাংলাদেশের কমিউনিটি ক্লাস্টারের সঙ্গে সম্পৃক্ত বলে শনিবার ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে।
বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইতালিতে আরও ১৮৮ জন নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। গত একদিনে ইতালিতে করোনায় মারা গেছেন সাতজন। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৩৪ হাজার ৯৪৫ জন।
প্রতিবেদনে আরও বলা হয়, ইতালির নতুন ১৮৮ জন করোনা রোগীর এক তৃতীয়াংশই লোম্বার্দি অঞ্চলের। ইতালির এই অঞ্চলটিতে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

উপরে