‘নওয়াজ শরীফকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে’
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার কন্য মরিয়ান নওয়াজ। ডেইলি জাং এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
তিনি বলেন, যখন আমার পিতা জীবন মৃত্যুর লড়াই করছিলেন এবং ভোট তার সম্মানের পক্ষে লড়ছিল তখন তাকে সাজা দেওয়ার পেছনের কী উদ্দেশ্য তা আজ সবার কাছে স্পষ্ট।
এক টুইট বার্তায় মরিয়াম নওয়াজ বলেন, প্রতিশোধের বিষয়টি দেখে আমরা যদি দু’বছর পূর্বে ফিরে যাওয়ার কঠিন সিদ্ধান্ত না নিতাম তাহলে আজ একজন বিচারক তার অপরাধ স্বীকার করতো না।
টুইটে তিনি লিখেছেন, জাতি জানতে পারবে, কীভাবে একজন নিরপরাধ সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছিল, দেশের মাটি সাক্ষী রয়েছে এবং থাকবে।
কয়েকদিন আগেও মরিয়াম নওয়াজ এক টুইটে লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে পরিচালিত কমিটির সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এই সিদ্ধান্ত কেবল নওয়াজ শরীফ নয় বরং সমতা এবং ন্যায়বিচারের বড় কলঙ্কও মুছে দিয়েছে। আজকের সিদ্ধান্ত অবশ্যই সত্যের বিজয় এবং মিথ্যার পরাজয়।
