ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১৩ জুলাই, ২০২০ ১৭:৪১

জাপানে দুই মার্কিন ঘাঁটি লকডাউন

অনলাইন ডেস্ক
জাপানে দুই মার্কিন ঘাঁটি লকডাউন


জাপানের ওকিনাওয়া প্রদেশে অবস্থিত দুটি মার্কিন নৌঘাঁটিতে করোনা ছড়িয়ে পড়ায় এগুলো লকডাউন করা হয়েছে। আরব নিউজের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
মার্কিন সেনারা জাপানে করোনা ছড়াচ্ছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পর ওকিনাওয়ার মার্কিন নৌঘাঁটি দুটি লকডাউন করা হয়।
জাপান সরকারের মুখপাত্র ইউশিহিদে সুগা সোমবার গণমাধ্যমকে বলেন, সম্প্রতি ফুতেনমা ও হানসেন মার্কিন ঘাঁটিতে ৬২ সেনার করোনা ধরা পড়ে।
ওকিনাওয়ার গভর্নর ডেনি তামাকি বলেন, রোববার থেকে ঘাঁটি দুটি লকডাউন করা হয়েছে। ঘাঁটির ভেতর সেনাসদস্যরা চলাচল করতে পারবেন, তবে বাইরে আসতে কর্তৃপক্ষের অনুমোদন লাগবে।
জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপটিতে কয়েক হাজার মার্কিন সেনা রয়েছেন। সেখানে কর্মরত দেড়শতাধিক বেসামরিক লোকের করোনা শনাক্ত হওয়ার পর স্থানীয় প্রশাসন মার্কিন ঘাঁটিগুলো লকডাউনের চাপ দেয়।

উপরে