ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১৪ জুলাই, ২০২০ ১০:৩২

মালদ্বীপে বেতনের দাবিতে আন্দোলনরত ৪১ অভিবাসী আটক

মালদ্বীপে বেতনের দাবিতে আন্দোলনরত ৪১ অভিবাসী আটক


অনলাইন ডেস্ক
মালদ্বীপে বেতনের দাবিতে আন্দোলন করা ৪১ অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির পুলিশ। তাদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি বলে ধারণা করা হচ্ছে। তবে কতজন বাংলাদেশি রয়েছেন তার সঠিক তথ্য জানা যায়নি। সোমবার তাদের আটক করা হয়। 
স্থানীয় গণমাধ্যম জানায়, সোমবার মালদ্বীপের হলুমালের আইল্যান্ড এক্সপোর্ট নামের একটি প্রতিষ্ঠানের কর্মীরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন। এসময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। পরে ৪১ শ্রমিককে আটক করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ওই প্রতিষ্ঠানটিতে সাত মাসের বেতন বকেয়া বলে দাবি শ্রমিকদের।

উপরে