ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২০ জুলাই, ২০২০ ১৭:২৮

দলবেঁধে ধর্ষণের পর হত্যা, সোনাপুর এলাকা রণক্ষেত্র

নিজস্ব প্রতিবেদক
দলবেঁধে ধর্ষণের পর হত্যা, সোনাপুর এলাকা রণক্ষেত্র


ভারতের পশ্চিমবঙ্গে কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠেছে সোনাপুর এলাকা। রোববার বিকালে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে পুলিশের গাড়ি ও সরকারি বাসে আগুন ধরিয়ে দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও রবার বুলেট ছোঁড়ে পুলিশ। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে বিক্ষোভকারীরা। এসময় পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়। এই ঘটনার জন্য বিজেপিকে দায়ী করেছেন স্থানীয় তৃণমূল নেতারা।
অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতারা বিক্ষোভে উস্কানি দিয়েছে বলে অভিযোগ বিজেপি নেতাদের।
এর আগে শনিবার রাতে ওই কিশোরীকে দল বেঁধে ধর্ষণের পর হত্যা করা হয়।

উপরে