ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২০ জুলাই, ২০২০ ১৭:৩৭

হাসপাতালে ভর্তি সৌদি বাদশা সালমান

অনলাইন ডেস্ক
হাসপাতালে ভর্তি সৌদি বাদশা সালমান


সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজকে (৮৪) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসপিএ এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পিত্তাশয়ের প্রদাহের কারণে সালমান বিন আব্দুল আজিজকে রাজধানী রিয়াদের কিং ফয়সাল স্পেশালিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থাতে আছেন।
যদিও প্রতিবেদনে মেডিকেল চেকআপের জন্য বাদশাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দাবি করা হয়। তবে বাদশা ও রাজ পরিবারের বর্তমান অবস্থা সম্পর্কে সৌদি মিডিয়ায় এখনো কিছুই জানানো হয়নি।
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে সৌদি আরবের বাদশা হিসেবে দেশ শাসন করছেন সালমান বিন আব্দুল আজিজ। বর্তমানে তিনি সেই পদে বহাল আছেন।

উপরে